দ্বন্দ্ব
অচিন্ত্য সরকার

সত্যি মিথ্যে, মিথ্যে সত্যি
ভালো মন্দ, মন্দ ভালো
আঁধার আলো, আলো আঁধার
জগৎ টা ভাই মস্ত ধাঁধার।

নরম কঠিন, কঠিন নরম
ঠান্ডা গরম, গরম ঠান্ডা
সোজা বাঁকা, বাঁকা সোজা
সহজ কী আর রঙ্গ বোঝা!

আছে ছিল, ছিল আছে
আগে পিছে, পিছে আগে
সাদা কালো, কালো সাদা
ঠিক বেঠিকের দ্বন্দ্ব দাদা!

শুরু শেষ,শেষ শুরু
লঘু গুরু, গুরু লঘু
পাতলা পুরু, পুরু পাতলা
না বুঝে সব দেয় বাতলা।

উচু নিচু, নিচু উচু
সরু মোটা, মোটা সরু
ওলট পালট ঘূর্ণিপাকে
জীবন ঘড়ি লাইফ বাঁকে।