দুর্বলতা
            অচিন্ত্য সরকার

কৈশোর আর যৌবনের সরল ঔদার্য্যে,
সম্ভবনাময় সময় কেটেছে,কুকুরের
লেজ সোজা করার দুঃসাধ্য প্রচেষ্টায়।
লেজ তো একটুও সোজা হয়নি,
উল্টে কামড় খেয়েছি সারা গায় পায়।
আজন্ম লালিত মনুষ্যত্বের অভ্যাসে,
উল্টে কামড় কখনও দিতে পারেনি।
তাই বিষে বিষে বিষক্ষয় হয়নি,
হয়েছে মারাত্মক জলাতঙ্ক।

অথচ,এখন সকাল বিকেল দু'বেলা,
কুকুর সেই বাঁকা লেজের ধ্বজা উড়িয়ে,
ড্যাঙড্যেঙিয়ে আমাকেই বলে পাগল।  
তবু,বেঁচে আছি,সংখ্যা লঘু পাগল হয়ে,
সেই মনুষ্যত্বের দুর্বলতাকেই করে আতঙ্ক।