দুধে পুসি
অচিন্ত্য সরকার
বিশ্বসেরা আইনের বই,মুখস্থ আর কই
জ্বালার কথা বললে কি দেশোদ্রোহী হই?
ঘর বন্দি বসে আছি মারণ রোগের ডরে,
নেংটি ইঁদুর গর্তে,তবে ধেড়ে ইঁদুর ঘরে।
ঢাক বাজে,ঢোল বাজে আছে প্রশাসন,
রাজধানীর বুকেই চলল এ কী প্রহসন!
জাতীয় সুরক্ষা ভেঙ্গে এতোই বাড়াবাড়ি,
মিডিয়াও হলো ব্যর্থ,সময়ে পাততে আড়ি!
জানি তারা শুকতে দক্ষ যৌন কেলেঙ্কারি,
চোখ বন্ধ রাখলো তারা জেনেও মহামারি!
যত গন্ধ আম জনতায়,কীটনাশকে ধুই
চুনো পুটি জালে ফেলি,ফসকে দিয়ে রুই!
জনতার পটেকে,পুলিশ পুষি,ক্যামেরাবসাই,
পেটের দায়ে নামলে পথে,পিঠে লাঠি বসাই।
নেঁংটি ইঁদুর ধরতে গোপ ওয়ালা বেড়াল পুষি,
ধেড়ে ইঁদুরে সঙ্গি করে,দুধ খায় চতুর পুসি।
ফিরবে বলে নিজ ঘরে,ভুকা শ্রমিক কেঁদে মরে,
পরদেশী সব বীজানুবাহী দিব্বি ঘুসে থাকে ঘরে!
রক্ত দানের শিবির বন্দ,বন্দ সব বাজার ঘাট,
এমন সময় নাকের ডাগায় চলল ধম্ম হাট!
অবহেলে এভাবে ভাঙলে জাতীয় সুরক্ষা
সত্যি কি আর লকডাউনে হবে শেষ রক্ষা!
কে নেবে দায় এই কাজের এই নিয়ে হোক দ্বন্দ্ব
চোখ দেখিয়ে আমে,পুসি শুকুক ছোঁচোর গন্ধ।
গীট যতই ফসকা হোক,আটুনি হোক জোরে,
ধেড়ে ইঁদুর দুধে পুষি বেড়াক জোড়ে জোড়ে।