দিশে হারা
            অচিন্ত্য সরকার

দূর আকাশ মেঘলা
ঘরে মন বড় একলা
উদাস সুরে বয় বেলা
                 সাথী হারা।

দূর পানে চাই তারে
মন সদা চেয়ে যারে
প্রেমের মিলন সুরে
             কেঁদে সারা।

আছে যে মন জুড়ে
হৃদয়ের অন্তঃপুরে
বৃথা শুধু ঘুরে ঘুরে
            দেই পাহারা।
            
হারাবে না সে মণি
মনে যার গুপ্ত খনি
মিছেই প্রমাদ গনি
            পাগল পারা।
        
বুঝেও অবুঝ মন
শঙ্কা করে অনুক্ষন
ঘটে যে কি অঘটন
            দিশে হারা।