ধ্রুবতারা
            অচিন্ত্য সরকার

রাতে একা শয্যায় জেগে জেগে
অন্ধকারে ধ্রুবতারা খোঁজা.....

এক অযোগ্য বিশ্বাসে
চৌদ্দ পুরুষ বিপথগামী হবার
সান্ত্বনা ইতিকথা.....

অন্তিম শ্বাস তবু খুঁজে যাবে
দুর্লভ ধ্রুবতারা
উত্তর পুরুষের শাঁপ মুক্তির
অঙ্গিকারে.....
আর

যোগ্য বিশ্বাস পুনরুদ্ধারে......



রচনা কাল 28/01/21