ধন নয় মন
         অচিন্ত্য সরকার

টাকায় মানুষ বড় হয়না,মনে বড় হয়,
এই কথা আমি শুধু নয়,জ্ঞানীগুণী কয়।
দস্যু,খুনির টাকায় থাকে শান্তি নয়,ভয়।
                          ভুল পথে শুধু খোঁজা।


টাকা পয়সা সোনা দানা,অনিত্য সব ধন,
মানুষ কে মানুষ বলতে,চাইতো বড় মন।
মৃত্যুকে জয় করতে চাই আকাশসম মন।
                          সহজে যায় না বোঝা।
                            

চোর দস্যুর আছে টাকা,আছে মুক্তো মণি,
তাই বলে ভালো মানুষ,তাদের কি গণি?
লালন সাঁই ফকির হলেও হৃদয় স্বর্ণখনি।
                          হৃদয়ের মাণিক খোঁজা।


যীশু,মহম্মদ,রামকৃষ্ণ,মর্ত্য ধনে সর্ব হারা,
বড় মনের জন্য সবাই,চিরপূজ্য তবু তারা।
তাদের ধনের রক্ষায় চাইনা কোন পাহারা।
                          আলোর পথ হয় সোজা।

ধন ক্ষমতার মিথ্যে অহং,ছেড়ে হই সুজন,
মাটিতে পাটা রেখে,বৃহৎ করি হৃদয় মন।
সুখ চাবি খুলে যাবে,আনন্দে ভরবে মন।
                         শেষ হবে অস্থির খোঁজা।