ধরো হাতে হাত
           অচিন্ত্য সরকার

মানুষ,
এরা কারা?
এরাও কি মানুষ?
কোথায় এদের মান,হুশ?
এরা কি মধ্য যুগের বর্বর?
না কি,স্বৈরাচারী যুদ্ধবাজের পোষা অনুচর?
এরা যারাই হোক না কেন,
এদের ক্ষমা করোনা যেন।
ধরো হাতে হাত,
ধর্মান্ধতা যাক
নিপাত।


(বি. দ্র.  এটি এগার লাইনের বিশেষ ধরনের কবিতা যার লাইন অনুযায়ী শব্দ সংখ্যা যথাক্রমে ১২৩৪৫৬৫৪৩২১ এবং একটি সুনির্দিষ্ট বক্তব্য প্রকাশ পাচ্ছে।)