ধনলক্ষ্মী
         অচিন্ত্য সরকার

সবার ঘরে এসো তুমি
ধনলক্ষ্মী মাতা,
কোজাগরীর উছল উঠোন
তোমার আসন পাতা।

নানা রকম উপাচারে
তোমার পুজো করি,
আমার ঘরে থাকবে অটল
তাইতো বরণ করি।

আলপনা দেই সারা ঘরে
মনে ভরে ভক্তি,
সারা জীবন থাকো ঘরে
বিপদে দাও শক্তি।

লক্ষ্মী বারে লক্ষ্মী পুজো
তাওতো করি রোজ,
মাগো তুমি খুশি কিসে
দাওনা মোরে খোঁজ।

তুমি তুষ্ট হলে হবে
জগৎবাসী সুখী,
তোমার দানে ভরবে ভাড়ার
থাকবেনা কেও দুখী।