ডেবিট ক্রেডিট
অচিন্ত্য সরকার
কে আসল,কে যে মেকি,
কার যে খাঁটি রঙ,
সবটা যেন গুলিয়ে গেছে
দাপিয়ে বেড়ায় ঢঙ।
ইলিশের নেই স্বাদ গন্ধ
সরষের মধ্যে ভুত,
রাজা বসে উল্টে গনেশ
চালায় রাজার পুত।
পকেট বুঝে রঙ চিনতে
বড়ই তারা পটু,
ফুলে ফেঁপে রাঘব বোয়াল
কথা বার্তায় মটু।
মোটা ব্যবসা খবর বেচা
নিউজ চাই ব্রেকিং,
চোর জোচ্চোর হয়ে যাবে
এক দিনেতে কিং।
খবর জুড়ে হাওয়ায় উড়ে
ক্রেডিট দেখায় রোজ,
সহজ সাচ্চা মানুষগুলোর
রাখে না কেউ খোঁজ।
পড়ে মরে ঢেঁকুর তুলে
বাড়াতে টি আর পি,
ভোটার হয়ে বেঁচে থাকতে
ভাতাটা খুব জরুরী।
মানুষের নামে হয় সবই
মানুষ তবু সর্বহারা,
দু'দিনেই হাল ফিরে যায়
দুর্নীতিতে পাকা যারা।
বইয়ের থেকে নোটবইটা
বাজার জুড়ে বেশী,
ডিগ্রী গুলোর ওজন বেশী
কাগজ যদি বিদেশী।
বুকের উপর ফ্যাশন ডাকে
হাওয়ায় ওড়ে আঁচল,
সোজা কথা বুঝলে সোজা
ক্যাবলা,হাঁদা,পাগল।
আইন থাকুক বই জুড়ে
সবল চাই পেশি,
আইন যারা গড়েন তারা
আইন ভাঙেন বেশী।
আবেগ,বিবেক মিথ্যে সব
পকেট সুখে ক্রেডিট,
স্রোত বুঝে না ভাসলেই
ব্যালান্স ঘরে ডেবিট।