দায়িত্ব        
        অচিন্ত্য সরকার

কুকুর পুষে লক্ষ টাকা করতে পারিস ব্যয়,
বাবা মাকে দেখতে গেলে কিসের এত ভয়?
জনম দিলো যাঁরা তোকে,কষ্টে করল মানুষ,
তাদের কষ্ট দিয়ে উড়াস মেকি সুখের ফানুস।
পোষ্য পুষিস,পায়রা উড়াস,পার্টি করিস রাতে,
অভাব বুঝিস জন্ম দাতায় রাখতে দুধে ভাতে।
কুকুর পোষো শখ মেটানো,তাতে দোষ নেই,
মানুষ হয়ে দায়িত্ব পালন করতে তো হবেই।
কতনা  কষ্ট করেন মা-বাপ,মানুষ করতে সন্তান,
মানুষ হয়ে করবো কেনো তাদের কে অপমান!