দাঁড়কাকের দুঃখ
অচিন্ত্য সরকার
দাঁড়কাকের দুঃখ ভারি
রঙ তার কালো,
দুধে আলতা হত যদি
বড়ই হত ভালো ।
সুর টা তার অতি কড়া
সপ্তমের ‘কা’
কত ভালো হতো আহা
হলে কড়ি ‘মা’ ।
গড়ন টা তার মন্দ নয়
লম্বা চওড়া ভরা,
আরও একটু ভালো হতো
হলে দো-হারা ।
ঠোঁট টা একটু ছোট হলে
চোখ দু'টো টানা,
পৃথিবীটা জয় করতে
থাকতো না মানা ।