দখলদারি
         অচিন্ত্য সরকার

চাঁদ কে চাঁদের মতো থাকতে দাও
তার চরকা বুড়ির কল্পলোকে।
ওর শয়ন কক্ষে তোমাদের দম্ভিত
প্রবেশ কি অনধিকার চর্চা নয়?
হিমালয় কে দাও নিশ্চিন্ত বিশ্রাম,
তার ঠান্ডা ঘরের বিশুদ্ধ বিলাসিতায়
তোমার পার্থিব দূষণ ভরো না।
সমুদ্রকে দূর থেকে দেখ তার বুকের
উদ্দামতা,
তেল চিটচিটে হাতে ওকে ছুঁয়ো না।
অভিযানের নামে,প্রযুক্তির নামে,
প্রকৃতি রানীর শ্লীলতাহানি বন্ধ করো।
উন্নয়নের দোহাই দিয়ো না।
গঙ্গার পেলব গর্ভে কংক্রিটের জঞ্জাল
ঢুকিয়ে দেওয়া উন্নয়ন হতে পারে না।

আসলে ক্ষমতা জাহিরের মোহে,  
আর দখলদারির উন্মত্ততায়,
আমরা সীদ কাটছি আপন ঘরে,
আমার অন্নদাতার বৃষ্টিতে,
আমার সন্তানের অক্সিজেনে,
পৃথিবীর সবুজ সুস্থতায়।