ছুঁয়ে যাও গভীর মননে
অচিন্ত্য সরকার
ছুঁয়ে যাও দক্ষিন বাতাসের মতো
চুলের ফাঁক গলে
চোখের ভ্রু ছুঁয়ে
ঠোঁট কম্পনে।
ভরে যাক পরিতৃপ্তির আবেশে
শরীর শান্ত করে
পরিশুদ্ধ শান্তি
মনের কোনে।
সারাদিনের সব ক্লান্তির শেষে
কোলাহল ঠেলে ফেলে
কিশোলয় ফুটুক
বিধ্বস্ত বনে।
নীচতার গ্লানি যত পড়ে থাক
সংসার কুটিলতা যাক
শব্দের দৈত্যরা নয়
কুহুতান শ্রবণে।
ঝড়ের তান্ডব শেষে যেমন
সূর্য ওঠে নিয়ম করে
আস্থার হিমালয়
প্রেম কাননে।
প্রেমের মিথ্যে ছলাকলা নয়
ভালোবাসা পরিশুদ্ধ
নীরবে ছুঁয়ে যাক
গভীর মননে।