চুলকানি
           অচিন্ত্য সরকার

বিজ্ঞান দিয়েছে অনেক মানি,কিন্তু বিজ্ঞান কি সব জানি?
যা আমি জানি না,তার বাইরে বিজ্ঞান নেই তা কি করে মানি?
বিজ্ঞানের আগে কি কিছুই ছিল না
বিজ্ঞানের পরেও কি কিছু থাকেনা,
যদি এসবের উত্তর জানা না থাকে,তবে কিসের এত চুলকানি?

পুঁথিপড়ো বিজ্ঞানী,টুকলি করো পরীক্ষায় এটাও জানি বেশ,
তোমার সাজেশনের বাইরে বিজ্ঞান কি হয়ে যায় সব শেষ?
ইচ্ছা শক্তি বলে কথা আছে জানো
এইটা কে তুমি ভাই,কিভাবে মানো?
ভেবে দেখো অবসরে,যুক্তি তক্কের শেষে সময় থাকলে অবশেষ।

তোমার জন্মের পুরোটাই কি জিন আর ক্রোমোজম অনুপাত,
মিয়োসিস,মাইটোসিস আর এক ক্ষণিক হরমোনাল উৎপাত!
অবৈজ্ঞানিক প্রেমের কিছু সংস্কার,
মনে হয় হয়নি তার কোন দরকার!
তাইতো হেলায় করতে চাও,যুক্তি তক্কে সবকিছু উৎখাত।

পুষ্টি মেপে ব্রেকফাস্টে রোজ সকালে চাই তো তোমার ডিম,
বলো আমায় বুঝিয়ে একটু,মুরগি আগে এলো,নাকি ডিম?
কি হলো ভাই,এখন কেন পালাও,
এবার তোমার যুক্তি তক্কো ফলাও,
মুখস্থোর বাইরের প্রশ্নে,শরীর টা হয়ে গেল এক্কেবারে হিম!