ছোট আকাশ
অচিন্ত্য সরকার
বর্ষা দিনে ঘরের কোণে একলা বসে চুপটি,
মেয়ে কালের তোর কথায়,ভরে ওঠে বুকটি,
ক্ষণে ক্ষণে আমার সাথে ছিল কত খুনশুটি,
মন উদাস।
বৃষ্টির সাথে করছে খেলা পাগলা হাওয়া,
লকডাউনে উপায়তো নেই বাইরে যাওয়া,
আটকা ঘরে একলা বসে বাড়তি পাওয়া,
তোর সহবাস।
দমকা হাওয়ায় দুলছে ডাল,দুলছে গাছ,
ভাবনা ছাড়া আমার হাতে নেইতো কাজ,
পূজোর দিনে শরীর ভাঁজে শাড়ির সাজ,
মন বনবাস।
মন যদি পায় মনের মতন মনের সাড়া,
এক নিমিষে সকল হয় ভুলে আত্মহারা,
বাজার-কেনা সুখ কি তারে দেয় পাহারা!
কুল বিনাশ।
ঘরের কোণে একলা মনে বৃষ্টি ঝরে,
আকাশ থেকে বৃষ্টি ঝরে মাঠের পরে,
সাত মহলার অট্টালিকায় মন কি ধরে!
ছোট আকাশ।