চির প্রণম্য
অচিন্ত্য সরকার
গেয়েছো সপ্তম সুরে সাম্যের জয়গান
জাত পাতের বজ্জাতিকে ধিক্কার করে,
দিয়েছো সবার উপরে মানবতার মান
পালন করেছো তা আপনার নিজ ঘরে।
মানুষ কে মানুষ বলে করেছো স্বীকার
নেতা হবার করোনি পরোয়া কোনদিন,
মানুষ হৃদয় আসনে দিয়েছে অধিকার
প্রেমের জগতে আজও আছো অমলীন।
ধর্ম কারার বদ্ধ প্রাচীরে করেছো পদাঘাত
জেনেছো ঈশ্বরকে আপন হৃদয় মন্দিরে,
সত্য-সাম্য প্রচারে সহেছো হাজার আঘাত
ভাঙতে চেয়েছো যত মৌ-লোভী ফন্দিরে।
বজ্রকণ্ঠে ঘোষণা করেছো মানুষের সাম্য
মানুষের কাছে তাই তো তুমি চির প্রণম্য।