ছবি
অচিন্ত্য সরকার
একি বললে ভাই,
ছবিটাই তো চাই!
ছবি না হলে মনের মতন,
সমাজ সেবার সেনসেক্সে
হবে যে চুড়ান্ত পতন!!!
ভোটের পরে ভোট আসে
কত রকম কমিটি হয়,
সমাজ সেবার ছবিটা
না যদি থাকে হাতের কাছে
বছরভর বড্ড পস্তাতে হয়।
তোমার মতো নিন্দুকরা
চিড়ে গুড় দেবার ছবি নিয়ে
যতই নিন্দে করুক,
মনুষ্যত্বের ঘোরে থাকা
কবি ফবিদের যতই ফাটে ফাটুক,
ত্রাণ দেবো, অথচ ছবি হবে না,
আমি কি পাগোল,যে চাইবো না,
ধনলক্ষ্মী যন্ত্রটা আমার ঘরে আসুক।
টিকিট পেতে লাগবে কাজে
দেওয়াল জুড়ে বিশেষণ
'এলাকার বিশিষ্ট সমাজসেবী'
জানবে সবাই,বলবে না মুখে,
ভয় আছে তো সবারই বুকে
আমি কতটা পাকা হিসেবী।
ফি বছর বাঁধ ভাঙবে,ঘর ভাঙবে,
রাস্তা ঘাট সব যাবে ভেসে,
আকাশ পথে দেখে যাব রাজার বেশে।
অভিযোগের আঙুল তোলা
প্রতিশ্রুতি প্রাণ খোলা,
এসব নিয়েই চলবে সব
নদীর বুকে ভাসবে শব,
দাঁড়িয়ে রব জিপের উপর হুডখোলা।
হাত নাড়িয়ে অভয় দেব
চিড়ে,গুড় আর মুড়ি দেব
জয়ধ্বণিতে আবার ভরবে আকাশ,
হ্যালিপ্যাডের ধুলো দিয়ে চোখে
নিন্দুকদের একটু দেব বকে,
রাজার কাপড় খুঁজতে যাওয়ার,
হয়তো আর পাবে না অবকাশ।