ছড়া লেখা
অচিন্ত্য সরকার
কবিতা বা ছড়া লিখুন
ছন্দ,মাত্রা মেনে,
ছড়ার ভাষা আসবে কি
মুন্ডে মুগুর হেনে?
চোখ,নাক রাখলে খোলা
দেখবো ছড়া উড়ছে,
ময়ুর পাখায় রামধনুতে
ছড়া পরীরা ঘুরছে।
ছন্দ রানী দুলায় মাথা
ঝর্ণা ধারার তালে,
ছড়া যত ফুল হয়ে যায়
সূর্য উঠার কালে।
ধরতে হবে মাথায়,বুকে
বাসতে হবে ভালো,
ছড়ার দল দেখবে তবে
মাত্রা,ছন্দের আলো।