বল কী হে বন্ধু,এটা তো কালো
চোখের কোন সমস্যা হোল
নাকী, কমল একটু আলো?
চোখের সমস্যা! আরে না- না
তবে একটা ব্যাপার আছে-
পরিণাম টা- হবে না যে ভালো।
পরিণাম! বল কি হে!
পরিণামের সাথে কালো-
কোন নিয়মে হয়ে গেল সাদা?
বুঝতে গেলে মগজ লাগে
থামুন থামুন, পথ ছাড়ুন
আপনি ওসব বুঝবেন না,দাদা।
বুঝব না! বল কি ভাই!
প্রতি ক্লাসে প্রথম হতাম
বুদ্ধিতে আমি নয় কোন দিন জড়।
বিদ্যে বুদ্ধির গর্ব করছেন?
তাই তো বলি চেঁচায় কেন!
নীতি গপ্প পড়ে পড়ে, জ্ঞান দিচ্ছে বড়।
না না জ্ঞান কেন ভাই,
চেঁচানোই বা কেন বল!
আমি তো শুধু, কালো কে বলেছি কালো।
আরে যান যান, ফুটুন
কলি যুগে নিমাই এলেন
জগাই মাধাই-এ দিতে আলো।
কালো সাদা শেখাবেন না,
চেঁচানোটা বন্ধ করে
একটু কম করে দিন ঢব।
আমার টা বুঝব আমি
বুঝলেন কিনা?
সেই নিরিখে বদলে যাবে সব।
বোল কি ভাই!
ন্যায়- অন্যায়,মান- সন্মান
বিবেক,আবেগ সব কিছু!
হ্যাঁ হ্যাঁ, সব সব
আখের টা তো গোছতে চাই,খেলতে চাই সেফ
আর ,ওসবে- যায় আসে না কিছু।
ঢব নয় ভাই ,আমি ভাবি
সুভাস কেন চেঁচালো!
কাজী কেন, হল হাঁড়িচাচা!
বুঝতে হয়ত পারিনি তাঁরা,
আমরা সবাই হয়ে যাব-
চাচা,আপণ প্রাণ বাঁচা।