বুকে নাও তুলে
অচিন্ত্য সরকার
বন্ধু বিরহে হয়েছিলে কাতর তুমি সেদিন
অযাচিত বাড়িয়ে দিয়েছিলে তোমার হাত,
বুকের উষ্ণতা ছুঁয়ে দিয়ে করেছিলে শপথ,
দেবেনা কখনও আমায়,বিচ্ছেদ আঘাত।
রাখোনি কথা,নতুন বন্ধুর সতীত্ব-তাগিদে
একশ আশি ডিগ্রী ঘুরে চলে গেছো দূরে,
ফেসবুক,হোয়াটস আপে রাখনি প্রমান
চিহ্ন-মোচন ক্রিম মেখেছো শরীর জুড়ে।
আমাকে করেছো একা বন্ধুহীন নিশিদিন
পান্ডুলিপি প্রেম শুধু ফেলে গেছো ভুলে,
স্মৃতি ভারে কাতর আমি পুরোনো ছোঁয়া চাই
বাড়িয়ে দিয়ে হাত আবার, বুকে নাও তুলে।