বৃষ্টিতে
অচিন্ত্য সরকার
হঠাৎ করে টাপুরটুপুর
ঝরে পড়ে বৃষ্টি,
মেঘ ডাকছে গুরুগুরু
পুলকিত সৃষ্টি।
ব্যাঙ ডাকে ঘ্যাঙর ঘ্যাঙ
জলে বুক ওঠে,
বিদ্যুতের ক্ষণিক চমকে
গরু ডাকে গোঠে।
ছাতা মাথায় পথিক যায়
চটি জুতো পায়,
চটির শব্দের তালে তালে
কাদা ওঠে গায়।
মাঠে বাঁধা ছাগল গুলো
থেকে থেকে ডাকে,
ডিঙি নৌকা বাঁধা আছে
ছোট্ট নদীর বাঁকে।
কাগজের নৌকা ভাসায়
খোকা হাঁটু জলে,
নতুন বর্ষার রিমঝিম ধারা
তার কথা বলে।