বৃষ্টির দিনে
অচিন্ত্য সরকার
বৃষ্টি ভেজা ছুটির দিনে
অলস সময় হাতে,
খিচুরি আর ইলিশ ভাজা
গরম পড়ে পাতে।
হালকা কাঁথা মুড়ি শুড়ি
ঘুম মাখা বিকেল,
ঘরে ভাজা কড়া পেঁয়াজি
দিয়ে বিশুদ্ধ তেল।
হাঁই তুলে চায়ে চুমুক
সুখের দিন গোনা,
মনে পড়ে কিশোর বেলা
হারিয়ে গেছে সোনা।