বহুরূপী দারিদ্র
            অচিন্ত্য সরকার

দারিদ্র,কত বিচিত্র রুপে বিরাজ করো তুমি!
কারো জীবনের সব রঙ শুষে,
শুধু প্রাণে বাঁচার তাগিদে রাখো ব্যতিব্যস্ত।
জীবন,যৌবন,প্রতিভা সব তোমার কারণে বিনষ্ট।

কোথাও তোমার বাস,হৃদয়ের গভীর প্রকোষ্ঠে।
তাই পাঁচতারা হোটেলের বিলাসীতায়,
পুষ্ট হয় সেখানে শুধুই শরীর,
হৃদয়,মন,বিবেক রয় সংকীর্ণ আর শুষ্ক।
সুরম্য প্রাসাদের অভ্যন্তরে,
গুপ্ত সুড়ঙ্গের মতো,অন্ধকার ঝুল কালি মাখা
সংকীর্ণ মনে,তোমার অদৃশ্য অবস্থান।

কখনও আবার,একটু ভালোবাসার অভাবে,
সকল প্রাচুর্য কেমন মুহুর্তে অর্থহীন।
মনে হয়,এটাই তোমার নিষ্ঠুরতম রূপ।
রাজার রাজাকেও করে দাও দীন হীন।

জীবনের বিচিত্র প্রকাশে তুমি মিশে থাকো,
কোন না কোন রুপে-অর্থে,মনে,হৃদয়বর্তায়,
রুপে,গুণে,ভালোবাসা,মমতায়-
কোথাও না কোথাও,তোমার অযাচিত উপস্থিতি,
গোপনে কাজ করে চলে যথারীতি।
বোধ হয়,দিন যাপনের ভারসাম্য রক্ষায়,
সবই তোমার বহুরূপী রাজনীতি।