বিষয়-প্রজাপতি
মধুসখা
অচিন্ত্য সরকার
ছিলে তো শুঁয়োপোকা লোমকাঁটা গায়,
প্রজাপতি হলে কবে,রামধনু ডানায়?
কতনা রঙ ধরে তুমি,ছোট্ট এই দেহে,
ফুলে ফুলে মধু খাও বাতাস দুলিয়ে।
গুনগুনিয়ে কি এত বল ফুলের কানে,
হাসি মুখে ফুলেরা তোমায় বন্ধু মানে!
প্রেমের ছলাকলায় তুমি,যেন পতি যদু
ফুলেরা ধন্য হয়,তোমায় দান করে মধু।
বিষয়-চার্লাইন
চতুষ্কোণ
অচিন্ত্য সরকার
চতুষ্কোণ চার্লাইন ছন্দ মেনে চলে
তারিখ ও সময়ের সুশৃঙ্খল নিয়মে,
প্রচ্ছদ,মুখবন্ধ,আর ছড়াকার সূচী,
জেনে যাই আগে,সাথে সরেজমিনে।
আগে ছিল চতুষ্কোণ সপ্তাহিক রূপে
এখন প্রকাশ তার এক পক্ষ পরপর,
এই সংখ্যায় চতুষ্কোণের হবে বর্ষপূর্তি
আনন্দে পুলকিত তাই সবার অন্তর।