বিষয়-বন্ধু আসল আমি নকল আমি    

          দ্বন্দ্ব
             অচিন্ত্য সরকার
ভিড়ের মাঝে চলছি সবাই
ঠোঁটের কোণে শুকনো হাসি,
কথার কথা বলছি যে রোজ
ভালো আছি,ভালোবাসি।

আসল আমি কাঁদছে রোজ
মুখ লুকিয়ে ঘরের কোণে,
নকল আমি চলছে ফিরছে
ঝুলিয়ে তালা আসল মনে।





বিষয়-জলছবি

            রঙবাহার
                অচিন্ত্য সরকার

জীবনের জলছবি অন্তহীন রঙের খেলা
হাসিকান্না দুঃখ ব্যথার ইতিকথা,
বিসর্জনের জলছবি, বন্যার জলছবি
প্রেম বিরহের কত না কাব্যগাঁথা।
এই আছি, এই নেই পদ্ম পাতার বারি
তবু অদৃশ্য জীবন বায়ুর চলাচল,
সুখের ফোয়ারা আছে, আছে জলকেলি
অমৃত,হলাহলের চলে কোলাহল।