বিষয়-পতাকা

               ১. অভিজ্ঞান
                     অচিন্ত্য সরকার

পতাকা সে তো শুধু একটা কাপড় খন্ড নয়,
সাজে বর্ণে তার লুকিয়ে কত শত ইতিকথা।
সে তো এক প্রতিজ্ঞা,সে তো এক অভিজ্ঞান,
বুকের সুতোর বুননে বুননে নিয়ে অগণ্য কথা।


            ২. মান
               অচিন্ত্য সরকার

ঐ দেখা যায় পতাকা ওড়ে তেরঙা বেশে,
হাওয়ায় দোলে শিখর দেশে আকাশ চুমে।
আর কত দিন থাকবো আমরা শীত ঘুমে,
মানটা যে তার রাখতে হবেই শিখর দেশে।



                      
বিষয়-ঝড়

         ১.ভাঙা গড়া
              অচিন্ত্য সরকার

ঝড় ওঠে বনে,ঝড় ওঠে মনে,
ঝড় ওঠে সময়ে,ঝড় ওঠে জীবনে,
ঝড় ওঠে চিন্তায়,ঝড় ওঠে সভ্যতায়,
ঝড় ওঠে ভাঙতে গড়তে ক্ষণে অক্ষণে।


          ২.ভাঙাতে ভুল
                 অচিন্ত্য সরকার

ঝড় আসে ঐ মহাকাল ত্রিশূলধারী রুদ্রদেব,
ঝড়ে ওড়ে ঐ যোগিনী রুদ্রাণীর এলোচুল,
লন্ডভন্ড করে আপন সৃষ্টি চোখের নিমিষে
আমাদের নশ্বর শক্তি দম্ভের ভাঙাতে ভুল।