বিষয়-মাতৃভাষা


          ১.মায়ের ভাষা
               অচিন্ত্য সরকার

মায়ের রক্ত চুইয়ে মায়ের ভাষা শিশুর মুখে
জন্ম থেকে কলকলিয়ে হাসির ছন্দ তোলে,
ভাবনাগুলো রামধনু হয় শব্দগুলো হয় ফুল
বুকের দুধে ছড়ার সুখে শিশুর আধো বোলে।


               ২. বড়াই
                   অচিন্ত্য সরকার

ঘরের কোণে বুড়ি মা জঞ্জাল বাড়ায়
খিস্তি সুখে মায়ের ভাষা দূষণ ছড়ায়,
বেলুন ফোলাই সভ্যতার করে বড়াই
মায়ের সাথে মায়ের ভাষা শূলে চড়াই।