বিষয়-পথ  

               ১.এক ছন্দ
                  অচিন্ত্য সরকার

পথের ভীড়ে পথ হারিয়ে ক্লান্ত পথিক
পথের সাথে সখ্য গড়ে ঘুমের কোলে,
পথের বাঁকে ঘুম ভেঙে দেখল এ কী!
ঠিক ভুল সব পথ,একই ছন্দে দোলে।

               ২.জীবন পথ
                   অচিন্ত্য সরকার

চলছি যখন জীবন পথে সজীব আমি,
পথের নিয়ম মেনে নিয়েই সামলে চলি।
ছাড়তে হবে পথের দখল বন্ধ হলে চলা,
পথের বুকে নতুন জীবন খেলবে হোলি।



বিষয়- অ্যালবাম
            
           ১. অ্যালবাম
                 অচিন্ত্য সরকার

স্মৃতির জীবাশ্ম নিয়ে বুকের প্রকোষ্ঠে
আজও কথা কও নিভৃতে গোপনে।
ধুলো জমা যত পাতার ভাঁজে ভাঁজে
দূর প্রিয়ারে আজও রেখেছো যতনে।


             ২.ধরা থাকে কাল
                    অচিন্ত্য সরকার

অ্যালবাম আধুনিকা হয়েছে ডিজিটাল
বাঁধনগুলো আলগা,সম্পর্ক ভার্চুয়াল,
মিউজিক অ্যালবামে নাচে মালামাল,
অ্যালবামের ছবি জুড়ে ধরা থাকে কাল।