বিষয় -সেতু
১.রামসেতু
অচিন্ত্য সরকার
ত্রেতাযুগে রামনামে পাথর ভাসিয়ে জলে
হনুমান গড়েছিল সেতু সাগরের বুকে,
আজও রহস্য তা অপার বিস্ময়ে মোড়া
বিশ্বাসী আস্থা পায় রামনাম সুধা সুখে।
২.ফাটল ভয়
অচিন্ত্য সরকার
নদী,সাগর পেরিয়ে ছুটে চলে রেলগাড়ি
সেতুর কারিগরিতে পরিবহনে বিষ্ময়,
রামধনু সেতু বাঁধে আকাশ পৃথিবী জুড়ে
মনের সেতুতে তবু,নিত্য ফাটল ভয়।
বিষয়-মুখোশ
১. সুখটান
অচিন্ত্য সরকার
মুখোশের কত রঙ আবছায়া গাঢ়
মুখোশের শৈলীতে অনুভব লুকায়,
সত্যি মিথ্যেরা সব খেলে লুকোচুরি
পকেটের সুখটানে মুখোশই মাতায়।
২. জয়গান
অচিন্ত্য সরকার
মুখোশের পাল্লায় পিছিয়ে আসল মুখ
যুগের হাওয়ায় সাথে মানিয়ে কেনা সুখ।
মুখ বড্ড যে একা সেকেলে বেমানান
বিজ্ঞাপন জুড়ে শুধু মুখোশের জয়গান।