বিষয়-আকাশ
১.সাজ
অচিন্ত্য সরকার
কখনও আকাশ অসীম সুনীলে
সাতরঙা ধনুকে নিজেরে মানায়,
কখনও শশী আপন জোছনায়
কোল ভরে তার কানায় কানায়।
২.উদার
অচিন্ত্য সরকার
আকাশ উদার,আকাশ বিশাল
অগণ্য বিহঙ্গ মেলে সেথা ডানা,
মেঘ,বৃষ্টি ,ঝড় সকলে বিরাজে
আকাশ হৃদয়ে নেই কারো মানা।
বিষয় -কাশফুল
১. শরৎ রাণী
অচিন্ত্য সরকার
শরৎ রাণীর অঙ্গ জুড়ে কাশফুল শাড়ি,
আকাশ আঁচলে কাশফুল আঁকা মেঘ,
খেয়ালী বাতাসের অকারণ উঁকি ঝুঁকি
কাশফুল ঢেউয়ে হৃদয়ে প্রেম আবেগ।
২.মন টেকেনা
অচিন্ত্য সরকার
কাশ ফুলে ফুলে সেজেছে নদীর তীর,
কাশ ফুলে ফুলে ভরেছে বরণ ডালা,
কৈলাশে আর মন যে টেকেনা মায়ের
বাপের ঘরে গাঁথবে কাশফুলের মালা।