বিষয়-ফেলে আসা দিন
১.তবু
অচিন্ত্য সরকার
ক্ষিদে ছিলো তবু হৃদয় ছিল মস্ত আকাশ
কঞ্চিবেড়ার মেটে ঘরে মন দক্ষিণ বাতাস।
সাঁঝ সকালে পড়াশুনা ছেঁড়া মাদুর পেতে
তবু খুশি মেলতো ডানা সুখের স্বপ্ন মেতে।
২.ডাকাডাকি
অচিন্ত্য সরকার
সুখের স্বপ্নে বিভোর হয়ে সুখ ফেলে আসা
রঙিন মোড়ক খুলে দেখি,মধ্যে সব ফাঁকি,
ফেলে আসা দিনগুলো তবু,মনে বেঁধে বাসা
পিছন ফিরে ফিরে তাই তারে ডাকাডাকি।
বিষয়-বাঁধন
১.ইথার বাঁধন
অচিন্ত্য সরকার
ভালোবাসার বাঁধন যদি হৃদয় ইথার জুড়ে
মনের আকাশে রঙগলো চোখ বেঁধে বেঁধে
আলো মেঘের লুকোচুরি খেলে উড়ে উড়ে
পরতে বাঁধন বাঁধন ছেঁড়ে থাকতে বেঁধে বেঁধে।
২.মায়া বাঁধন
অচিন্ত্য সরকার
নাড়ীর বাঁধন ছিন্ন করে ধরার বুকে আসা
লক্ষ প্যাঁচের বাঁধনে জীবন স্রোতে ভাসা।
মায়া ঢেওয়ে ভাঙে গড়ে আলগা বালুতট
সকল বাঁধন ছিঁড়ে ফেলে চড়া মরণ রথ।