বিষয়- আমরা কাজ করি আনন্দে


           ১. শ্রমজীবী
                 অচিন্ত্য সরকার

আমাদের আনন্দ কাজ,আমাদের খেলা কাজ।
আমাদের কাজে কাজে,গড়ে সভ্যতা তাজ,
কাজে খাই,কাজে গাই,কাজই রুটিরুজি,
আমাদের নাম তাইতো হয়েছে শ্রমজীবী।


           ২.জগৎ জুড়ে
               অচিন্ত্য সরকার

মাঠে,ঘাটে,খালে,বিলে,সাগরে,নদী জলে
আমরা করি কাজ,রোদে জলে ভিজে পুড়ে,
কাজ করি আমরা কলে,আঁধার খনি তলে,
আনন্দে কাজ করি,সমগ্র জগৎ জুড়ে।