বিষয়-চরকা কাটা বুড়ি

         ১.সুখ খাওয়া
              অচিন্ত্য সরকার

ঘোষাল বাড়ির খুড়ি,হলেনা কেন
চাঁদের দেশের চরকা কাটা বুড়ি?
ছেলে বৌয়ের সুখ না খেয়ে,তারার
দেশে বসে খেতে,ইচ্ছে মতো নুড়ি।
      
         ২.বয়স
              অচিন্ত্য সরকার

ও বুড়ি তুই,চরকা কাটিস কত জনম ধরে,
বয়সটা তোর কত হলো আছে কেলেন্ডারে?
মাথার চুলে তারা গুজে এখনো রোজ সাঁঝে,
মেঘ-তুলোর সুতো কাটা আজও তোর সাজে?


         বিষয়-জানালা

  
    

         ১.জানালা খুলে দাও
                   অচিন্ত্য সরকার

জানালা খুলে দাও,জানালা খুলে দাও,
ওগো জানালা খুলে দাও,হৃদয়ের ঘরে।
ঘরের জানালা খুলে কেনো উঁকি ঝুঁকি,
মন জানালার কপাট বন্ধ কিসের তরে!


              ২.তৃপ্তি
                    অচিন্ত্য সরকার
মনের জানালা খুলে আজও জাগি রাত,
তোমার জানালায় যদি আরও একবার
কাটতো বিনিদ্র রাত্রি সেই অস্থির সুখে,
তৃপ্তির ভরাট পেয়ালা জানালার দু'পার।