বিষয়-করোনা
১.গাইডলাইন
অচিন্ত্য সরকার
করোনা মারণ রোগ,ছোঁয়াছুঁয়িতে বাড়ায় ভোগ,
স্বাস্থবিধি মেনে,সাবধান হওয়াটা দরকার।
গুজব আর অযথা ভয়,এই দু'টো একদম নয়,
মানা চাই গাইডলাইন দিয়েছে যা সরকার।
২.শিশু
অচিন্ত্য সরকার
মায়ের দুধের পুষ্টি নিয়ে,মোটা হওয়া ছেলে,
ক্ষমতা গর্বে মত্ত হয়ে,মা'র বুকে পা তোলে।
করোনা দেখিয়ে দিলো,চোখে আঙুল দিয়ে,
বিজ্ঞরা সব আজও শিশু, প্রকৃতি মা'র কোলে।
বিষয়-ভাঙন
১.ভাঙন
অচিন্ত্য সরকার
নদী পাড় ভেঙে যায় চোখের সমুখে,
ভেসে যায় জনবসতি স্রোতের টানে।
ভাঙা মন খানখান অন্তরালে নীরবে,
হৃদয়ের ভাঙন কাঁদে বিরহের গানে।
২.হাওয়া সুখে
অচিন্ত্য সরকার
ভাঙনের জোড়াতালি,সুঁচ সুতো গলাগলি,
নিত্য নতুন সমীকরণ,চলছে জীবন মরণ।
সৃষ্টি সুখের লুকোচুরি,তার মাঝে ভুরিভুরি
হাওয়া-সুখে সরণ,চলে মেনে মন্দন ত্বরণ।