বিষয়-বাতাস


              ১.প্রণিপাত
                    অচিন্ত্য সরকার

প্রকৃতির সাথে জীবনের অদৃশ্য যোগ
জীবন মৃত্যুর মাঝে একমাত্র তফাত,
বাতাস নাম ধরে শক্তি রূপের প্রকাশ
অদৃশ্য প্রাণ তোমাকে করি প্রণিপাত।


              ২.মুর্খতা
                   অচিন্ত্য সরকার

সভ্যতার অহংকারে বাতাসে ভরে বিষ
মুর্খতার বাহাদুরিতে মত্ত আছি অহর্নিশ,
শ্বাস প্রশ্বাসে যারে ভর করে বেঁচে থাকি
তাকে দূষিত করে,আপন মৃত্যুরে ডাকি।