বিড়াল ছানা
অচিন্ত্য সরকার
অহনার ছোট্ট বেড়াল ছানা
সারা বাড়ি লাফিয়ে বেড়ায়
কারো শোনে না মানা।
হাত পা দোলালে বসে চেয়ারে
লাফ দিয়ে এসে তাড়াতাড়ি
ডিগবাজি খেয়ে তা ধরে।
মায়ের লেজ নিয়ে চলে তার
সারাদিন কত না খুনশুটি,
কত রকম খেলার বাহার।
মশারির ঝুলে থাকা দড়িটায়
খেলা যদি দেখো তার বসে,
বুঝবে কত দক্ষ সে খেলায়।
মাঠ চাই না,বল ব্যাট চাইনা
সারা দিন কত রকম খেলা,
পুরো ঘরবাড়ি তার খেলনা।
অহনার দেওয়া অযথা আদর
পড়ার ফাঁকে,কাজে অকাজে,
এমন তারে করেছে বাঁদর।