বিশ্বাস কর,সাধ ছিল দেব স্বর্ণ ললন্তিকা
স্তন যুগলের উষ্ণতা নিয়ে নাভি পদ্মে
যে সদাই চুম্বনে চুম্বনে জানাবে-তোমার
বিহনে, বিরহী আমার মিষ্টি অস্থিরতা।
পকেট যখন গড়ের মাঠ,চলে গেলে তুমি
হৃদয়ে তোমার স্বারক ছিল যদিও পাকা ,
তবু পকেট সাধ্যে কিনেছিলাম একটা পেন
আমার অনামী শহরের সব থেকে দামী যেটা।
প্রাপ্তি হিসেব ছিল পাকা-হাতের ছোঁয়া কাজের মাঝে,
অবসরে বুকের মায়া আর ভাবনা কালে অধর সুধা-
বাদ যাবে না কিছুই;কিন্তু বিধি যদি হয় বাম!
সীতা নিয়ে রাবণ ভাগে,কাঁদে বসে রাম।
দোকানের পেন দোকানে থাকে,দাম মিটিয়ে ছুটি
আবেগ ভরা অস্থিরতা ,মনের মাঝে হাজার কথা
দিনভর চলছে ছুটে,ভালমন্দ ,ঠিক বেঠিক
হৃদয় বাহির দ্বন্দ জ্বালা,বাঘবন্দি কাটাকুটি।
সবাই যখন উপাহার দিল রঙিন কাগজ মোড়া
কালো ব্যাগের সব কটি চেন খুজে মরি,
মুখ লুকিয়ে পেছন পানে,স্মরণ করার চেষ্টা করি
কিচ্ছু টি নেই হাতের কাছে,শুধু হৃদয় ফুলের নীরব তোড়া।