বিধান কর্তা
অচিন্ত্য সরকার
কোভিড বিধি,কোভিড বিধি,
বিধান শুনেই পাগল হই।
বিধান কর্তার মিছিল মিটিংএ
বিধি আদৌ মানছে কই?
বিধি মানো স্কুল,অফিস,বিধি মানো বাজার ,
শিঁকেয় তুলে বিধি সব কান্ড দেখো রাজার!
ফোন করলে জ্ঞানের কথা
মাস্ক হয়েছে রঙিন দাড়ি,
পিঠের 'পরে লেপ্টে থেকে
ভ্যাকসিন নিয়ে কাড়াকাড়ি।
বিধান কর্তাই ভাঙলে বিধি,রক্ষা করে কে?
সবাই কেবল হাঁকিয়ে বলে,ঠাকুর ঘরে কে?