‘বিদায়’,কথাটি শুনলেই-
কিছু অজানা অবুঝ অনুভুতি মনকে কাঁদায়।
কত পুরনো স্মৃতি ভিড় করে মনের কোনে,
কত হারিয়ে যাওয়া কথা পুনরায় মুখর হয়,
কত না আশঙ্ক্ষা মন খারাপের জাল বোনে।
এই তো ছিলে সেদিন,কালও, সকল সত্তা জুড়ে
পাশাপাশি,হাতেহাত,চোখেচোখ রেখে পাশে
সকল কাজে,সকল অকাজে,সকল অবকাশে;
আজকে তবে কিসের তাড়ায় যাবার বার্তা আসে?
বেশ তো ছিল জীবন ছন্দ হেসেখেলে কোলাহলে
পদ্মপাতায় সুখের ফোঁটা,দঃখ মেশানো যৌগিক রঙে
নিদারুণ আঁধির ধুলোর ধোঁয়ায় আবছা দু’চোখ
আনমনা কবি তালকেটে ফেলে বেসুরো ঢঙে।
বন্ধু,জানি,রিটান টিকিট কেটেই এসেছি সবাই
অজানা শুধু,ফেরার ট্রেন ভিড়বে কোথায় কখন;
দুঃখ সুখের ক্ষণিক পথে,প্রানের সাথী যদি হলে
দোহাই বন্ধু,পাশে থাকো,যাবার কথা বলোনা এখন।