ভয়টা রাখিস
অচিন্ত্য সরকার
মর্তে এবার আসার সময় মা,মাক্স পরে আসিস
গনেশ দাদুর জন্যে একটু বিশেষ কেয়ার নিস।
ভাইরাসের দাপট অজানা নয় তোর
সাথে নিয়ে আসিস নতুন এক ভোর,
দূর থেকে হাত তুলে এবার,আশীর্বাদ করিস।
ব্যবসা পাতির হাল খারাপ,বড় দুঃখে আছি
ভয়ে ভয়ে মরে যাচ্ছি হলে একটু হাঁচি কাশি।
বাবার গাঁজা আনিস একটু বেশি
বন্ধ দোকান পাট দেশি বা বিদেশি,
খুঁজলেও পাবি না কিছু কলকাতা কি কাশি।
তোকে দেখার ভিড় এবার হবে না অত আর
কম কিছুটা করতেই হবে প্যান্ডালের বাহার।
তবু আসিস বুড়ো বাপটার ঘরে
আড়ম্বর না হয় হবে বাঁচলে পরে,
পারিস যদি করে যাস,করোনা অসুর সংহার।
যাবার সময় সিঁদুর খেলা টা,বাদ দিস এবার
ছোঁয়া ছোঁয়ির ঝুকি নেবার দরকার কি আর?
করোনা যদি ছড়ায় কৈলাশ
মারাত্মক হবে যাবে সর্বনাশ,
মর্ত ছেড়ে স্বর্গধামটা করবে একদম ছারখার।
করোনা অসুর ধ্বংস করে ভয় রাখিস পৃথিবীতে
সংযম যাতে পালন করি পরিবেশ কে বাঁচাতে।
ট্রেন বিমানের ঐ লম্ফ ঝম্ফ
শক্তির দম্ভ হাড়ে ধরায় কম্প,
বিজ্ঞানের বড়াই ছাড়ি,পরিবেশ কে সুস্থ রাখতে।