জানি, তোমার কোন্ বিশেষ শব্দ শোনার আবদার,
মনে মনে প্রতিদিন,প্রতিক্ষণ কোন্ ভাবনা-বিহার;
এও জানি, তোমার সুখবর , চতুর মিলন-বার্তা।
তুমিও বলক্ষণ জানো,আমি না-বোঝার ভান করছি,
আসলে, এমন ছা-পোষা মধ্যবিত্ত রক্ত মাংসে
ভয়ে মরছি,যন্ত্রণায় মরছি,-প্রতি মুহুর্তে মরছি।
একদিন তোমার আশঙ্ক্ষা সত্যি করে
বসন্তের অন্তিম সুষমা টুকুও চলে যাবে,
শিথিল শুষ্কতা গ্রাস করবে মিলন আকুতি।
তাই বিবাগী মুহূর্তে,মন চায়-সব হিসেব,
সব বাঁধন, তোমার বুকে দিই জলাঞ্জলি
তোমারই ইঙ্গিতে,শাহাজানি ভঙ্গিতে।
পর মুহুর্তে শুনি অশনি, সুনামি প্রভাব হৃদয়ে গনি
কাব্য বর্মে লুকিয়ে পড়ি,তোমার বুকে স্বপ্ন সুখে।
আঠারোর উদ্যম, বাইশের উপভোগ্য উত্তাপ,
আজ সবাই কেমন যেন নিরুত্তাপ। প্রেম আজ,
শরীরী সীমা ছাড়িয়ে হৃদয় প্রকোষ্টে খোঁজে শান্তি-পত্তি
তোমার দেওয়া ‘ভীতু’ বিশিষণটা আজ ভীযণ রকম সত্যি।