ভেজাল
অচিন্ত্য সরকার

জাল,ভেজাল,দূষণ আর মিথ্যের বিষ-নিশ্বাস  
সভ্যতার টুটি চেপে,বিছিয়েছে মারণ-নাগপাশ।
খাদ্যে,বস্ত্রে ওষুধে,রাজায়,প্রজায়,ভক্ত,সাধুতে,
আহারে,বিহারে,আচারে,বিচারে,কথায়,কাজে, চলনে,বলনে,শ্রদ্ধায়,স্মরণে,গল্প,কবিতা,সাজে;  
জল,স্থল,অন্তরিক্ষে,ঘরে,বাহিরে মনের গহণে,
পরীক্ষা,নিরীক্ষায়,ত্যাগ তিতিক্ষায়,বিজ্ঞাপনে,
পুজোর ঘরে সঙ্গোপনে,ভক্তি ভাবে আনমনে,
শিক্ষায়,দীক্ষায়,ভাষণে,বচণে,ভাষায়,প্রবচনে,
অপত্য স্নেহে,দাম্পত্য প্রেমে,আশা,প্রত্যাশায়,
এমন কী ভালোবাসায়,কুরে খায় মিথ্যে জাল,
নকল ছবি ঐ বাঁধানো ফ্রেমে-ভেজাল!ভেজাল!
          তবু
কবি আমি,স্বপ্ন দেখি,নতুন সূর্যের দহন-শুদ্ধি,
আনবে আবার শুদ্ধ সকাল,জাগাবে শুভ বুদ্ধি।