ভাত ঘুম
অচিন্ত্য সরকার
ভাত ঘুম শেষে অলস দুপুর
ভাল্ লাগে না মন ভারী,
আধ ভোলা সব স্মরনীকায়
পড়ছে মনে কথা তারি।
এমনই ছিলো অসল দুপুর
জামরুল তলা বারান্দায়,
এলো চুলের পরশ যে তার
আজও যেন জড়িয়ে গায়।
আলিঙ্গনের উষ্ণ ছোঁয়ায়
সুখের পরশ আজও মাখা
উত্তরে বায় ঝরালো পাতা
তবু যত্নে মনে আছে রাখা।