ভরদুপুরে
অচিন্ত্য সরকার
ভরদুপুরে তাল পুকুরে
উঠলো হঠাৎ ঢেও,
বইছে বাতাস শনশনিয়ে
চারদিকে নেই কেও।
হঠাৎ ধপাস পুকুর পাড়ে
পড়লো যেন কেও,
হনহনিয়ে ছুটলো কুকুর
ডাকদিয়ে ঘেও ঘেও।
গা টা উঠলো ছমছমিয়ে
লোমগুলো সব খাঁড়া,
পেছন ফিরতে ভয় লাগছে
দাঁড়িয়ে যেন কারা!
গাছের পাতায় হঠাৎ দোলা
দমকা হাওয়া বয়,
সমস্ত শরীর অচেনা কেমন
অবশ হয়েই রয়।
এমন সময় রতন খুড়ো
পেছন থেকে ডাকে,
ভরদুপুরে একাকি কেও
পুকুর পাড়ে থাকে!