ভালোবাসার শুরু
অচিন্ত্য সরকার
গোপন ভীরু চাহনি,
ভালোলাগা শিহরণ
পরিচয়ের ব্যাকুলতা
ভালোবাসা।
কথা বলতে কণ্ঠ রোধ
বার বার থামা
চকিত চাহনি বিদায়
ভালোবাসা।
চাপা উল্লাস, চঞ্চলতা
পাবার আকুলতা
না পাবার বেদনা
ভালোবাসা।
বিরহ, অভিমান,
উদাসীন অস্থিরতা
লয়হীন গতি
ভালোবাসা।
মায়াবী স্বপ্নের ঘোর
ধ্যান,জপ,সাধনা,
সন্দেহ,ভয়
ভালোবাসা।
ফুলের একটা পাপড়ি
এক ফোঁটা চোখের জল
সযত্নে ভাঁজ করা চিঠি
ভালোবাসার শুরু।