কৌশলে নিয়েছো বাঁক,কথার ছলে
থেকেছে সে ইতিকথা অন্তরালে;
কিভাবে ভেঙেছো আপন আগল
গভীর থেকে গভীরতম গুহাদেশে;
নিষিদ্ধতম নির্জন উপত্যকায়
রস সিঞ্চনে করেছ প্রলুবধ
ভালোলাগা পর্দার আড়লে।
তবু আজও তুমি জ্যোতির্ময়ী
এক মাত্র অকপট স্বীকারোক্তিতে
‘’তোমার অনিচ্ছায় ছঁইনি কখনও’’
যদিও একথার স্থায়িত্ব কাল
এক রাশ প্রশ্নের মুখে এখনও।
বুকের ক্যানভাসে ঠোঁটের আঁকিবুকি
আজীবন ভালোবাসার ছাড়পত্র;
জীবনভর নিঃশর্ত সদস্যপদ
প্রনয়ের ইন্দ্রলোকে যত্রতত্র;
চোরা বালির বাঁকে বাঁকে অতীত
অতীত হবে যা, ভাবিনি কখনও।
মনের কপাট বন্ধ ডিজিটাল লকারে
ভালোবাসা ফেরিকরে ভীড় ট্রেনে হকারে।