ভাগাভাগি
অচিন্ত্য সরকার
সুখের আশায় যেখানে যাই
দুঃখ তারও মনে,
দেখা হলেই পাল্লা দিয়ে
বৃষ্টি চোখের কোণে।
দুঃখ সুখের হাওয়া চলে
ঋতুর পালা বদল,
দক্ষিণ হাওয়ার ক্ষণিক সুখে
বাজে খুশির মাদল।
বেতাল ছন্দে আসা যাওয়া
দুখের পাল্লা ভারী,
সুখের আশায় পথ চাওয়া
তবুও থাকে জারি।
এই অবেলায় এলে কাছে
থাকবো সবার সাথে,
অস্ত রাগের সাজানো বনে
বসবো হাতে হাতে।
যত্নে তার মোছাবে আঁখি
হৃদয়ের কাছে ধরে,
শুনবো তার দুখের কথা
আমার বলার পরে।
হাতটা রাখি হাতের উপর
মনটা মনের কাছে,
দুখের ভার একটু লাঘব
পরস্পরের কাছে।
সোজা চোখে একটু চাওয়া
মনটা খন্ড আকাশ,
বুকটা ভরে ভাগাভাগি
একটু শুদ্ধ বাতাস।