ভাবো তা
অচিন্ত্য সরকার


আমি যা লিখি তা আমার হৃদয়ের সততা
যতটা করতে পারি আমার সক্ষমতা
যতটা পারিনা আমার অক্ষমতা
ভাববে কি বিচার করো তা
সেটা তোমার স্বাধীনতা
তোমার দৃষ্টি ক্ষীণতা
তোমার দুর্বলতা
না কি ব্যর্থতা
ভাবো তা