বেমানান বোঝা
অচিন্ত্য সরকার
ছোটবেলায় চরিত্র বলতে যা শিখেছিলাম,
সভ্যতার ভরা-কটালে আর জনার্দনের
কল্যান কামনায়,তা আজ ডিগবাজী খায়
প্রতিক্ষণ,তাল মেলাতে প্রাণপণ। চরিত্র
আজকের সফল প্রগতিশীল মানুষের কাছে
শ্রেষ্ঠতম সম্পদের মধ্যে পড়েই না বোধহয়।
নীতিবান,একনিষ্ঠ,সত্যবাদী,আদর্শবান
মানুষ আজ বোকা,বেমানান,বড্ড একা।
ভিড়ের মধ্যে শক্তিশালী মাইক্রোসকোপে
যদিও বা দু’একপিস এখনও যায় দেখা,
উলঙ্গ রাজার চোখ খুলতে,তাঁকে খুঁজবে কে?
মস্তিষ্কের গঠনতন্ত্র থেকেই চরিত্রের সংজ্ঞা
বদল হয়ে নিম্নমুখে বহমান তীব্রবেগে।
মধ্যবাহে পরীক্ষার হল ভায়া হয়ে,ব-দ্বীপ
পেরিয়ে এক্কেবারে প্যাথোলজি সেন্টার
হয়ে,মায়ের গর্ভে গেড়ে বসেছে ।
আদর্শগত ভাবে যিনি যত ফেলেক্সিবল
তিনি তত বড় আর সফল নেতা।
সুদকষা পাটিগণিতীয় স্কেলে নীতি
আদর্শ আর আনুগত্য বদলায়,
সবই অবশ্য জনগণের মঙ্গলের পাল্লায়।
প্রেম থেকে সহবাস চরিত্র সব ঠিকঠাক,
তারপর বিয়ে হবে অনশনে কিংবা ধর্ণায়।
টুকলির জনসেবায় গোয়ার টা নেতা হয়,
পড়ুয়াটা বোকা বনে,রাগ পুষে মনে মনে,
কেরাণীর লাইনে দিন যায় মোটাফ্রেমে।
দু'একজন গোঁয়ারের কাছে ছাড়া চরিত্র
বস্তু টা আজ ল্যান্ডফোনের মত বেমানান
বোঝা, কাজ কী বা আর তাকে খোঁজা!