বার্ধক্য
    অচিন্ত্য সরকার

বাদামী পাতায় স্বপ্নরা টলে
কুচকানো ত্বকে,রঙ চটা চুলে,
উদাসী বাতাসে উড়ে হা-হুতাস
ব্যস্ত পৃথিবী গিয়েছে ভুলে।

ঝাপসা স্মৃতিরা দেয় হাতছানি
কতনা পসার,কত জানাজানি,
বলিষ্ঠ পেশি,ঝাঁকরা কেশি,
ষষ্টি সহায় ক্ষীণ দেহ খানি।

দাঁতহীন মাড়ি,বেদখল বাড়ি
ব্যাধির বালাই বড় বাড়াবাড়ি,
তিক্ত স্বজন,বিষাক্ত মন
চাইছে মরণ অতি তাড়াতাড়ি।

হায়রে জীবন,অসময়ে বুঝি
মায়ার মোহেতে সুখপাখি খুঁজি,
থাকতে সময়,সময় নয়া হয়
বুকের মানিকে পাইবারে খুঁজি।